"BEAT THE GRAMMAR


           
_____________________________________
◼let alone=দূরের কথা/আর তো/দূররেয় থাক।

He Can't speak Bangla properly let alone English.
তুমি বাংলাতেয় ভালোকরে কথা বলতে পারো না English তো দূরের কথা।

You won't be able to beat a cat let alone Tiger.
(তুমি একটি বিড়ালকেয় মারতে পারবানা আর তো বাঘ)
______________________________________
◼for Ages=(অনেক দিন ধরে)

I haven't seen you for ages.
(আমি তোমকে অনেক দিন ধরে দেখিনি।)

I didn't take photos for ages after that.
(তার পর থেকে অনেক দিন ছবি তুলিনি।)

I've been doing it for ages.
(আমি এটি অনেকদিন ধরে করে আসছি।)
______________________________________
◼in ages=অনেক দিন ধরে।

I haven't used it in ages
(অনেদিনধরে ব্যবহার করিনি)

I haven't been to the cinema in ages.
(আমি অনেকদিন ধরে cinema দিখতে যায় নি)

____________________________________
◼likely to=মনে হচ্ছে।

Hamel is likely to Get GpA 5.
(হেমেলের GpA 5 পাওয়ার সম্ভাবনা আছে)
(তাকে দেখে মনে হচ্ছে যে তার GpA 5 পাওয়ার সম্ভাবনা আছে←ঠিক এমন)

I'm likely to go there.
(আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে)

______________________________________
◼intend to=হচ্ছে হয়/মনস্থ করা।

I intend to sit beside you.
(আমার তোমার পাশে বসার ইচ্ছা হয়)

And how long do you intend to walk the earth?
তুমি কত দিন যাবত পৃথিবীর বুকে হাঁটার মনঃস্থির করেছো?

(intend intended intended)
________________________________________
◼feel like+verb+ing.( ইচ্ছা হচ্ছে)

I feel like beating someone.
(আমার কাউকে মারধোর করার ইচ্ছা হচ্ছে)

I don't feel like eating.
(আমার খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে না)

⬛⬛ Note: আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা করছি, এ ক্ষেত্রে→I feel like+I'm→

I feel like I'm beating someone.
(আমার মনে হচ্ছে আমি কাউকে মারধোর করছি)

I feel like I'm waiting for someone.
(আমার মনে হচ্ছে আমি কারো জন্য অপেক্ষা করছি)

⬛⬛Note: "Feel" এর সাথে কখনো ing হবেনা। I'm feeling like❌ (wrong)
___________________________________
◼yet to=এখনো।

He is yet to learn English.
(সে এখনো English শিখছে)

I have many things yet to say to you
(এখনো তোমাদিগকে বলিবার আমার আরও অনেক কথা আছে)
___________________________________
◼How about+verb+ing (কেমন হয়)

How about taking a cup of tea.
(এক কাপ চা খাইলে কেমন হয়)

How about Buy a new phone.
(একটি নতুন phone কিনলে কেমন হয়)
____________________________________
◼What About:

What about irfan Going to?=
(ইরফানের যে যাওয়ার কথা ছিলো,সে বিষয়ে কি হলো)

What about your exam?
(তোমার exam এর কি হলো)
____________________________________
◼About to:

He is About to be a father.
(সে বাবা হতে যাচ্ছে)

He is About to Die.
(যে মরে যেতে যাচ্ছে)
_____________________________________
◼Be+Supposed to: হওয়ার কথা।
(Be=am,is,are,Shall be,will be,was,were,be,been,being)

I'm supposed to buy a Car.
(আমার একটি গাড়ি কেনার কথা)

are you supposed to be a mad.
(তোমার কি পাগল হওয়ার কথা)

I was supposed to call you.
(তোমাকে আমার Call করার কথা ছিলো)

___________________________________
◼Be+to= করতে হয়।
(Be=am,is,are,was,were,shall be,will be,be,been,being)

I'm to do=আমাকে করতে হয়।
He is to do=তাকে করতে হয়।
They are to do=তাদের করতে হয়।
____________________________________
◼As To= এ হিসেবে যে/এ বলিয়া যে/এ সম্পর্কে যে/ এ বিষয়ে......

Stop being anxious about your souls as to what you will eat or what you will drink, or about your bodies as to what you will wear.
(কি ভোজন করিব, কি পান করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে উদ্বিগ্ন হইও না)

He was uncertain as to which road to take.
(তিনি অনিশ্চিত ছিলেন এ হিসেবে যে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়)

There's no decision as to when the work might start.
(কখন কাজ শুরু হবে এ বিষয়ে কনো সিদ্ধান্ত নেওয়া হয়নি)
_________________________________________
◼so as to=(যাতে করে)  .....+so as to+V1+.....

we need to prepare ourselves so as to be able to fend them off.
(আমাদের নিজেদের প্রস্তুত রাখা উচিত যাতে করে আমরা তাদের প্রতিহত করতে পারি)

We refuse to isolate ourselves so as to cater to our own selfish longings.
(আমরা নিজেদের স্বার্থপর আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নিজেদেরকে বিচ্ছিন্ন করা প্রত্যাখ্যান করি) _______________________________________
◼Get to: (করার জন্য পেয়েছি)

I get to do a Job.
আমি একটি চাকরি করার জন্য পেয়েছি।

◼have/has+got=Have to=করতে হবে।
(have to এর চেয়ে have/has got to বেশি formal)

We've got to get on that street.
আমাদের সড়কে যেতে হবে।

I know this princess thing is new to you, but you've got to at least try to act the part.
আমি জানি তোমার কাছে এই সব রাজকীয় ব্যাপার নতুন কিন্তু তোমাকে কমপক্ষে চেষ্টা করতে হবে।

◼got to:(করার জন্য পেয়েছিলাম)

I got to do a job.
(আমি একটি চাকরি করার জন্য পেয়েছিলাম)

⬛⬛Got to আনেক সময় মানুষ Get to এর মতো করে ব্যবহার করে যেটা মূলত Grammatical না।
___________________________________________
◼"On the one hand" and "on the other hand"
("একদিকে" এবং "অন্যদিকে")

On the one hand, everyone is trying to help him,on the other hand,some people are trying to harm him
একদিকে সবাই তাকে সাহায্য করার চেষ্টা করছে অন্যদিকে কিছু মানুষ তার ক্ষতি করার চেষ্টা করছে।

On the one hand, they've identified the need to pass information about Macedonians to Greeks, and, ON THE OTHER HAND, some have taken to the task to share information from Greek media with fellow Macedonians.
একদিকে কেউ গ্রীকদের মধ্যে ম্যাসেডোনিয়ানদের তথ্য সরবরাহের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছে এবং আবার কেউ ম্যাসেডোনিয়ানদেরমাঝে গ্রীক মিডিয়ার তথ্য বিনিময়ের দায়িত্ব নিয়েছে।
______________________________________
◼Be right back=এখুনি আসছি।(সংক্ষেপে:BRB)

I’ll be right back=অমি এক্ষুনি আসছি।

I’ll be right back=আমি এখনই আসব।

Get started=শুরু করা যাক।
_____________________________________
◼Get to the point:

যা হোক, আসল কথায় আসি।
Anyway,let's get to the point.

আরে, হেয়ালি না করে আসল কথাটাবলো!
Oh, just get to the point!

___________________________________
⬛⬛Get to the point≠Get the point.
___________________________________
◼Get the point:
(Understand or accept the validity of someone's idea or argument.)

I Get the point
আমি বুঝেছি।

Did Irfan get the point?
ইরফান কি এই বিষয়টা বুঝতে পেরেছিল?

Otherwise, some may not get the point.
নতুবা কেউ কেউ হয়তো বিষয়টা বুঝতে পারবে না।

Repeat the gist of what she says to show that you get the point.
সংক্ষেপে স্ত্রীর কথাগুলো পুনরাবৃত্তি করার দ্বারা তাকে জানান, আপনি তার কথা বুঝতে পেরেছেন।
______________________________________
◼কথিত আছে যে:

কথিত আছে যে, তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি লন্ডনে জনসাধারণের মাঝে ছাতা বহন করার মতো সাহস দেখিয়েছিলেন।
He is said to be the first man who had the courage to carry one publicly in London.

কথিত আছে যে, জীবনের বেশির ভাগ সুখ এবং দুঃখ একই উৎস থেকে আসে আর তা হল পরিশ্রম।
IT HAS been said that much of life’s happiness and much of its misery emanate from the same source—one’s Toil.
_________________________________
◼it's been+time.

it's been a Long time/ it's been ages/it's been so long
অনেক দিন হয়ে গেছে।

it's been a year since we saw each other.
এক বছর হয়ে গেছে তোমার সাথে দেখা করার পর।

it's been 30 min
৩০ মিনিট হয়ে গেছে।

It's been a while.
অনেকদিন হয়ে গেছে ।

How long has it been?
কত দিন হলো?

How long has it been missing?
কতদিন ধরে ?
__________________________________
◼By the Age of: (বছর বয়সে):

By the age of 20, I had no clear reasons to remain a nun.
আমার বয়স যখন২০ বছর, তখন নান হিসেবে জীবনযাপন করতে আমার আর ভালো লাগছিল না।

By the age of three, I was still unable to talk.
আমার বয়স যখন তিন বছর, তখনও আমি কথা বলতে পারতাম না।

______________________________________
◼The rest: বাকি।

The rest of the brothers were waiting at satmatha.
বাকি ভাইয়েরা সাতমাথায় অপেক্ষা করছিল।

and The rest of the time,I play.
এবং বাকি সময় আমি খেলি।
_____________________________________
◼All of a Sudden: হঠাৎ করেয়।

All of a sudden, she got all the love... all the attention.
হঠাৎ করেই, সে পেতে শুরু করলো সবটুকু ভালোবাসা... হয়ে গেল, সবার মধ্যমনি ।

All of a sudden, people around us became child-education experts.
হঠাৎ করে আমাদের চারপাশের লোকেরা শিশু শিক্ষায় বিশেষজ্ঞ হয়ে ওঠে।

_____________________________________
◼These days.(ইদানিং/সাম্প্রতিক/এ কটাদিন)

I have very little to do with him these days.
তার সাথে ইদানীং আমার সম্পর্ক কম.

Irfan, you should be careful these days.
ইরফান, একটু খেয়াল করে চলতে হবে তোমাকে এই ক'টা দিন ।

What do they teach in schools these days?
স্কুলে এখন তারা কি শিখেছে?
_______________________________________
◼একদিন পর পর,দুইদিন পর পর,দুই সপ্তাহ পর পর……

I meet him every one day.
(আমি তার সাথে একদিন পর পর দেখা করি)

I meet him every two weeks.
(আমি তার সাথে দুই সপ্তাহ পর পর দেখা করি)

I meet him every one year.
(আমি তার সাথে এক বছর পর পর দেখা করি)
_____________________________________
◼Cannot but:
He cannot but go there: সে সেখানে না গিয়ে পারে না।
◼He couldn't but go there:সে না গিয়ে পারেনি।
◼I cannot help learning English:আমি ইংরেজি না শিখে পারিনি।
◼He couldn't help going to the class:সে ক্লাসে না গিয়ে পারলো না।

Couldn't help/can't help এর পরের verb এর সাথে "ing" যোগ হয়।
________________________________________
◼Used to:(আভ্যাস ছিলো,এখন নাই)
I used to ride bicycle: আমি বাইসাইকেল চালাতাম।

◼Be+used+to+verb+ing:
i'm used to waking up early.
(আমি সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি)(অভ্যাস)

◼Have/has+got+used to+verb+ing:(অভ্যাস হয়েছে)
I have got used to being alone:
(আমার একা থাকার অভ্যাস হয়ে গেছে)

◼be+getting+used to+…(অভ্যাস হতে যাচ্ছে)
I'm getting used to it.
(আমার এটি অভ্যাস হতে যাচ্ছে)

◼Will+get+used to+verb+ing.(অভ্যাস হবে)

You will soon get used to working.
(তোমার শিঘ্রই অভ্যাস হয়ে যাবে)
___________________________________________
◼as such: (তেমন/ঐরকম)

I am not a learner as such,I used to ride a bike years ago.
(আমি তেমন কনো learner নই,আমি বছর আগেক বাইক চালাতাম)

Mark joined as an office boy at the age of fourteen with no academic qualifications as such at all.
মার্ক ১৪ বছর বয়সে অফিসার হিসেবে join করেছে তেমন কনো Academic Qualifications ছাড়ায়।

if you are my well-wisher,then prove yourself as such.
(তুমি যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকো তবে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজেকে প্রমাণ করো)

_____________________________________
◼I wish (আমি আশাকরি)

I wish I were a king.(আমি যদি রাজা হতাম)

I wish I could believe that( ভাল হত, যদি আমি এই কথাটা বিশ্বাস করতে পারতাম)
_______________________________________
◼Would that: (যদি হতো):

Would that he were alive today.
(যদি সে এখন জিবিত থাকতো)

Would that I were rich.
(আমি যদি ধনি হতাম)
____________________________________
◼in case: (যদি)

I gave him my telephone number in case he needed to contact us in an emergency.
(আমি তাকে আমার টেলিফোন নম্বর দিয়েছিলাম যদি কোনো দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ করার তার প্রয়োজন হয়।)

I want to stay at home in case he comes.
(আমি বাড়িতে থাকতে চাই কারণ যদি সে আসে)
_________________________________
◼on account of:(এ জন্য যে)

on account of his illness he couldn't attend the meeting.
(তার অলসতার কারণে সে meeting এ উপস্থিত হতে পেরেছিলনা )

She can’t work much on account of the children.
(তিনি তার বাচ্চার জন্য বেশি কাজ করতে পারছেন না)
________________________________
◼Due to: (কারণে)

The Driver dared not drive at night due to fog.
(কুয়াশা থাকার কারণে ড্রাইভার গাড়ি চালাতে সাহস পেয়েছিলো না)

It’s not due to what we don’t know; it’s due towhat we do know.
(আমরা জানি না বলে যে এই ধারণাটিকে গ্রহণ করছি তা নয়; বরং আমরা জানি বলে তা করছি)
_______________________________
◼owing to: (এ জন্য যে).

The concert has been cancelled owing to lack of interest.
(interest এর অভাবছিলো বলে concert টি cancel করা হয়েছে)

He walks with a limp owing to a childhood injury.
(সে পাড়ে খোড়ালো ভাব নিয়ে হাটে তার ছটোবলার একটি injury এর জন্য)
__________________________________
◼The more…the more: (যত বেশি….তত বেশি..)

The more I struggle, the more I learn.
আমি যত পরিশ্রম করেছি তত জেনেছি।

The more he gets,the more he wants.
(যত পাই, তত চাই)
__________________________________
◼with a view to+verb+ing:(উদ্দেশ্যে):

We all should come forward with a view to solving our problem.
(আমাদের সবাইকে আমাদের সমস্যা সমাধামের জন্য এগিয়ে আয়াতে হবে)

I came here with a view to seeing you.
(আমি তোমাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম)
___________________________________
◼Neither... nor: (এটাও না…ঐটাও না)

Neither he nor his Friend is going to the school.
(সেও স্কুলে যাচ্ছে না,তার বন্ধুও যাচ্ছে না)

Neither he nor his brother has done the work.
(সেও কাজটি করেনি তার বন্ধুও করেনি)
________________________________
◼either….or... ( তুমি/আমি/সে.….অথবা…)

either you or me should hug her.
আমি তথবা তোমার তার সাথে কথা বলা উচিত।

either he or his brother has slapped him.
(সে অথবা তার বাই থাপ্পড় মেরেছে)
___________________________________
◼But for :ছাড়া.

But for your help I would failed.
(তোমার সাহায্য ছাড়া আমি failed হয়ে যেতাম)

but for you,we couldn't have managed.
(তুমি না হলে আমরা manage করতে পারতাম না)
____________________________________
◼dare:সাহস:

He Dare not do it.
(সে এটি করার সাহস করে না)

Dare he do it.
(সে কি এটা করার সাহস রাখে)

Don't you dare!
(ভুলেও এদিকে এসো না)

(Dare, Durst/Dared, Dared)
◾Dare এর past from Dared/Durst Negative sentence এ উভয় from ই ব্যবহৃত হয় কিন্তু Affirmative sentence এ শুধু Dared ই ব্যবহৃত হয়।Durst এর পর to উহ্য থাকে কিন্তু Dared এর পর উদ্য থাক্তেও পারে আবার নাও থাকতে পারে।

He durst/dared not go there.
(সে সেখানে যাওয়ার সাহস পেয়েছিলোনা)
Hw dared to go there.
(সে সেখানে যাওয়ার সাহস করেছিলো)

◾Challenge দেয়ার ক্ষেত্রেও Dare ব্যবহার করা যায়, এ ক্ষেত্রে Dare এর সাথে s/es যোহ করা যায়।
Dared/dare/dares+to+verb1.
He dared me to do the work.
(সে আমাকে কাজটি করার জন্য Challenge দিয়েছে/দিয়েছিলো)
He dares me to do that.
(সে আমাকে কাজটি করার জন্য Challenge দিচ্ছে/দেয়)

⬛⬛model হিসেবে ব্যবহার হওয়ার সময় Dare এর সাথে s/es যোগ হয়না।

অন্যের কাজে ক্ষোভ বা রাগ দেখানোর ক্ষেত্রে How Dare/dared you/he.she.they+dare ব্যবহৃত হয়।

How dare he say so.
(তার এতো বড় কথা বলার সাহস কিভাবে হয়)
____________________________________
◼it is time: (এটাই উপযুক্ত সময়).

it is time+to/for.

it is time to start the work.
(এটাই উপযুক্ত সময় কাজটি শুরু করার)

◾কনো কাজ সঠিক সময় ইতিমধ্য পার হয়ে গেছে,আর বিলম্ব না করে এখনই শুরু করা উচিত বুঝাতে it is time অথবা বেশি জোর দিয়ে বলার জন্য it is high time ব্যবহৃত হয়।
it is time/it is high time+subject+past subjective.

it is time/it is high time we went home.
(এখই বাড়ি যাওয়ার সময়)
(বাড়িতে আগেয় যেতে হতো কিন্তু সময় পার হয়ে গেছে, তাই এখনই সময় বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার)
___________________________________
◼so far:(এ পর্যন্ত)

So far hundreds of questions have been posted.
(এই পর্যন্ত অনেকগুলো প্রশ্ন post করা হয়ে গেছে)

Sixty artists have been interviewed so far.
এ পর্যন্ত ষাট জন শিল্পীর সাক্ষাত্কার নেওয়া হয়েছে।

We don’t always see eye to eye, but so far we haven’t had an argument.
(আমরা সমস্ত ব্যাপারে সবসময় একমত হই না কিন্তু এখন পর্যন্ত আমরা কখনো ঝগড়া করিনি)
____________________________________
◼far from it:(এমন নহে).

Jim, selfish? Far from it – he's probably one of the kindest people I know.
(জিম কি কিপটা?-একেবারেয় না,সে আরো আমার জানামতে অনেক দয়ালু মানুষ)
_____________________________________
◼as he says: (তার কথা অনুযায়ি)
As he says, he returned to the home.
(তার কথা অনুযায়ি, সে বাড়িতে ফিরে এসেছিলো)
◼as the Qur'an says (কুরতান অনুযায়ি)

_________________________________
◼from then on:(তখন থেকে এখন পর্যন্ত):

From then on,Irfan looked for every opportunity to make things easy for everyone.
(সেই সময় থেকে,ইরফান সবার জন্য বিষয়গুলোকে সহজ করে তুলতে সুযোগ খুঁজছিল).

She had a car accident a year ago and suffered from back pain from then on.
(তিনি এক বছর আগে একটি Car accident করেছিলো তখন থেকে তিনি কোমড়ের ব্যথায় ভোগেন)
______________________________________________

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সব কিছুর পুনরুপ

৯১টি_বিষয়ের_জনক_দের_নাম_জেনে_রাখুন